আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূম শহরে বোলপুরে গতকাল আসেন পশ্চিমবঙ্গ সরকারের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম। আজ বীরভূমে পাঁড়ুয়ে একটি জনসভায় যোগদান করেন। এই জনসভার উদ্দেশ্য আগামী দশই ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে জনগর্জন সভা। এই জনগণ সভার আগে মন্ত্রী ববি হাকিম জনসভা করেন পাঁড়ুয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান নির্বাচনের আগে কেন্দ্র বাহিনী এসে কোন লাভ হবে না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মমতা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ ছিল আছে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখেই আমরা চলবো এই বার্তা দেন । এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সাঁইথিয়া বিধায়ক লীলাবতী সাহা, ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় ,কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct