আপনজন ডেস্ক: আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চলছে। গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২২ জানুয়ারি থেকে এক সপ্তাহের অভিযানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯ হাজার ৮০ জন, সীমান্ত নিরাপত্তা আইনের তিন হাজার ৮৮ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে প্রবেশের দায়ে ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরো ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct