অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার বালুরঘাটে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোথাও কোনওভাবে অবনতি না হয় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলে এদিন। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের সময় তাদের সাথে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ। মূলত যে সমস্ত এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই সমস্ত এলাকা গুলিতেই এদিন রুটমার্চ চলে। বালুরঘাট পুলিশ লাইন চত্বর থেকে শুরু হওয়া এই রুটমার্চ চলে শহরের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে এলাকার এক ভোটার জানান, ‘ভোটগ্রহণ কে কেন্দ্র করে এখানে কোনরকম সমস্যা হয় কিনা, সেই বিষয়ে জানতে চেয়েছিলেন। পাশাপাশি এখানে কোন বুথ রয়েছে কিনা ইত্যাদি নানা বিষয় জানতে চেয়েছিলেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct