সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বেতন বৃদ্ধি, এনড্রয়েড মোবাইল ফোন প্রদান, ইনসেনটিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে একত্রে দেবার ব্যবস্থা, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা প্রদান, পালস্ পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ১ লা মার্চ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। ইতিমধ্যে ৩ রা মার্চ রবিবার শুরু হয়েছে পালস্ পোলিও কর্মসূচি। সেখানেও রাজ্যের সাথে সাথে বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকায় আশা কর্মীরা তাদের কর্মবিরতির ডাকে অনড় থেকে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন।অনুরূপ রবিবার খয়রাসোল ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে দাবি দাওয়া সম্বলিত পোষ্টার সহযোগে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। পালস্ পোলিও কর্মসূচি পরিদর্শন করতে আসেন ডেপুটি সিএম ও এইচ-৪ ডাঃ কে ডি পোদ্দার। উনাকে কাছে পেয়ে আশা কর্মীরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা অভিযোগের সূরে শোনান। সেই সাথে নাকড়াকোন্দা বিএম ও এইচ ডাঃ সব্যসাচী রায় উনিও আশা কর্মীদের বিক্ষোভের সম্মুখে আসেন এবং তাদের কথা শোনেন। উক্ত দুই স্বাস্থ্য আধিকারিক আশা কর্মীদের বলেন ইতিপূর্বে আপনাদের দেওয়া ডেপুটেশনের কপি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।উর্দ্ধতন কতৃপক্ষ বিষয়টি সহানুভূতির সাথে দেখছেন। আপাতত পালস্ পোলিও কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান করছি। অন্যদিকে খয়রাসোল ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জী একান্ত সাক্ষাৎকারে তাদের কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct