আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: শেষ মুহুর্তে জোর কদমে প্রস্তুতি চলছে।কেননা রাত পোহালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা করবেন ৪ঠা মার্চ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের বুকে নিমতৌড়ির গনপতি নগরে প্রশাসনিক ভবন লাগোয়া ময়দানে সরকারি জনসভা করবেন মুখ্যমন্ত্রী।সেই সভা থেকেই তিনি ১,৪৩৪ কোটি টাকা মূল্যের মোট ৪৯৩টি প্রকল্পের উদ্বোধন অথবা শিলান্যাস করবেন।এর মধ্যে সব থেকে বড় যে প্রকল্পটি কাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হতে চলেছে সেটি হল ১০৬ কোটি টাকা ব্যয়ে তমলুক শহরের বুকে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প ২০২৬ সালের মধ্যে সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।তবে এর বাইরে মুখ্যমন্ত্রীর সভার দিকে যে কারণে সব থেকে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবেন জেলার জনতা তা হল লোকসভা নির্বাচনের প্রাক্কালে অধিকারীদের জেলায় এসে কোন বার্তা দেন মমতা সেই দিকে।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিজকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে ৪৭৪কোটি ৩৪লক্ষ টাকা মূল্যের মোট ১৪৭টি প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। সেই সঙ্গে ৯৬০কোটি ৮৬লক্ষ টাকা খরচে ৩৪৬টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। শিলান্যাস সাধন করবেন ১০৬কোটি ৬৯লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা প্রকল্পের। রয়েছে।এছাড়াও মুখ্যমন্ত্রী ১কোটি ৯৭লক্ষ টাকা ব্যয়ে রূপনারায়ণ নদ বরাবর ১৪নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়ণের কাজ হবে। সেই কাজেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী।পুরসভার ১ ও ২০নম্বর ওয়ার্ডে দু’টি স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করবেন। এজন্য ৬লক্ষ ৬৯হাজার টাকা খরচ হবে। এই সব প্রকল্পের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প অবশ্যই পানীয় জল পৌঁছে দেওয়ার কাজটি।১৬০বছরের পুরানো তমলুক পুরসভায় এতদিন পাম্পের সাহায্যে মাটির নীচ থেকে জল তুলে বাড়ি বাড়ি সরবরাহ করা হতো। গরমের সময় শহরের নানাপ্রান্তে পর্যাপ্ত জল পৌঁছাতো না।কেননা তখন মাটির নীচে জলস্তর কমে যেত। অগত্যা পুরসভা থেকে জলের ট্যাঙ্ক পাঠাতে হতো জলের অভাব পূরণ করতে। কিন্তু,সঙ্কট মেটালেও স্থায়ী সমাধানের জন্য জলপ্রকল্প জরুরি ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct