আপনজন ডেস্ক: রমজান মাস সামনে রেখে মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের সব দেশেই থাকে সাজসাজ রব। ইবাদত বন্দেগির মাসটিতে মুসলিমদের স্বস্তি দেওয়ার চেষ্টা করেন দেশগুলোর ব্যবসায়ীরা। এ সময় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়ে যায়। এরই মধ্যে সৌদি আরব, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার পণ্যে বিশাল মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।আমিরাতের ব্যবসায়ীরা রমজান শুরু আগেই খেজুরের ওপর ৪০ শতাংশ ছাড় দিয়েছে। এছাড়া সব ধরনের নিত্যপণ্যের ওপরও বিশাল ছাড় দিয়েছে দেশটি।ব্যবসায়ীরা বলছেন, কারো যেন পছন্দের পণ্য কিনতে কষ্ট না হয় তাই প্রতি বছর রমজানে সাধ্যমতো ছাড় দিয়ে থাকেন তারা।সৌদি আরবে ইফতারি ও সেহরির জন্য রেস্তোরাঁগুলো তাদের খাবারের ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। এমনকি নিত্যপণ্যের ওপর একেক প্রতিষ্ঠান একেক হারে ছাড় দিয়েছে।অপরদিকে ওমানেও চলছে মূল্য ছাড়ের হিড়িক। ইফতার কিংবা সেহরি পার্টির জন্য হোটেল বুকিং দিলেই মিলছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। আর পোশাকের ওপর ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct