আপনজন ডেস্ক: কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক)— এই দুই সম্মিলিত সংস্থা, যারা নতুন কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে রবিবার সারা দেশের কৃষকদের কাছে ৬ মার্চ দিল্লি পৌঁছনোর ডাক দেয়। ‘দিল্লি চলো’ পদযাত্রার পাশাপাশি কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে ১০ মার্চ চার ঘণ্টার জন্য দেশজুড়ে ‘রেল রোকো’ আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিষাণ মজদুর মোর্চার (কেএমএম) সমন্বয়ক সারওয়ান সিং পান্ধের রবিবার বিকেলে ভাতিন্ডার বালোহ গ্রামে মৃত কৃষক শুভকরণ সিং (২২) এর জন্য অনুষ্ঠিত প্রার্থনা সভায় এই ঘোষণা করেন। তারা জানান, পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা হরিয়ানা ও পঞ্জাবের মধ্যে আন্তঃরাজ্য সীমান্ত শম্ভু-আম্বালা এবং খানৌরি-জিন্দে বিক্ষোভ চালিয়ে যাবেন, যেখানে ১৩ ফেব্রুয়ারি থেকে তাদের হরিয়ানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। কেএমএম এবং এসকেএম (অরাজনৈতিক) এর আগে ১৩ ফেব্রুয়ারি ‘দিল্লি চলো’ পদযাত্রার ডাক দিয়েছিল। কেএমএম-এর কো-অর্ডিনেটর সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, সারা দেশ থেকে আসা কৃষক, শ্রমিক ও আদিবাসীরা ৬ মার্চ দিল্লি মিছিল করবেন। তিনি বলেন, সরকার বলছে যে কৃষকরা ট্র্যাক্টর-ট্রলি ছাড়াই আসবেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে বন্ধুদের ট্রেন ও বাসে করে দিল্লি আসার কথা ছিল তাদের এখন দিল্লি যাত্রা করা উচিত। পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দুই রাজ্যের আন্তঃরাজ্য সীমান্তের বিভিন্ন জায়গায় শিবির স্থাপন করবেন। তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০ মার্চ সারা দেশে ‘রেল রোকো’ প্রতিবাদ অনুষ্ঠিত হবে, যা দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেখা যাবে। পান্ধের অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কৃষক ও শ্রমিকদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে। তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক এবং দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না। এমএসপি এবং ফসল ক্রয় গ্যারান্টি আইন, স্বামীনাথন রিপোর্টের বাস্তবায়ন, কৃষকদের সম্পূর্ণ ঋণ মকুব এবং দাবির পুরো সনদের সমাধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। পান্দের আরও বলেন, লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বিজেপি লখিমপুর খেরির অজয় মিশ্র টেনিকে টিকিট দিয়েছে, যার ছেলে কৃষক হত্যার জন্য দায়ী এবং সেও এই ষড়যন্ত্রে জড়িত। এর থেকেই অনুমেয় কৃষকদের প্রতি বিজেপি সরকারের আন্তরিকতা। তিনি অভিযোগ করেন, খালিস্তানি হিসেবেও চিত্রিত করছে। ধর্মের নামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরানোই বিজেপি-আরএসএসের নীতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct