সুব্রত রায়, কলকাতা, আপনজন: রবিবার বিকেলে দ্রুত হয় কলকাতায় এসে পৌঁছলেন নির্বাচন কমিশনের সদস্যরা। সেখান থেকে তারা সোজা যান ধর্মতলা গ্র্যান্ড হোটেল।দিল্লি থেকে রবিবারই রাজ্যে আসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬ টায় বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার শহরে আসবেন রবিবার রাত ১০:৩০ নাগাদ। ফুল বেঞ্চে রয়েছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ ১৩ জনের দল। সোমবার সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশন। সমস্ত ধরণের অভিযোগ খতিয়ে দেখতেই এই বৈঠক হবে। এরপরই জেলাশাসক ও পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গে বৈঠক করবে কমিশন।সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটা ও বিকেল চারটে নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আসেন কলকাতায়। রাত সাড়ে দশটা নাগাদ চিফ ইলেকশন কমিশনার রাজিব কুমার আসবেন। এরা সকলেই গ্র্যান্ড হোটেলতে থাকছেন। সেখানেই সব বৈঠক হবে। সোমবার সমস্ত রাজনৈতিক দল ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হবে। এছাড়াও মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন চিফ ইলেকশন কমিশনার রাজিব কুমার। তিন দিনের এই সফরে নির্বাচন কমিশনের সদস্যরা এ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন এবং কোন জেলায় বর্তমানে কি ধরনের আরো নজরদারি ব্যবস্থা প্রয়োজন তা খতিয়ে দেখবেন। আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়মাবলী এবং দৃষ্টিভঙ্গি কি তাও তুলে ধরা হবে বৈঠকে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সামনে। সোমবার সকাল ৯-৩০টা থেকে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনীতিক দলের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন রাজিব কুমার সহ ফুল বেঞ্চ। তাদের পরামর্শ অভাব অভিযোগ শুনবেন ফুল বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে বা নির্বাচনী আচরণ বিধি সহ একাধিক বিষয় নিয়ে সমস্ত রাজনীতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রায় ১১-৩০ টা পর্যন্ত ৩ ঘণ্টার এই বৈঠকে শেষে শুরু হবে রাজ্যের জেলার প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ সমস্ত কমিশনারেটের কমিশনাররা, রেঞ্জ আইজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সকাল ১১-৩০থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে রুদ্রদ্বার বৈঠক। প্রশাসনিক বৈঠক দুই ভাবে ভাগ করে হবে বলে কমিশন সূত্রে খবর। তবে মঙ্গলবার বেশ কয়েকটি গুরুত্তপূর্ণ বৈঠক করবেন রাজিব কুমার ও তার ফুল বেঞ্চ। সকাল ৯-৩০ থেকে ১১-৩০ টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সি গুলির সঙ্গে বৈঠক করবেন ফুল বেঞ্চ। সবচেয়ে গুরুত্বপূর্ন বৈঠক হবে রাজ্যের মুখ্য প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে অর্থাৎ রাজ্যের মুখ্যসচিব , স্বরাষ্ট্র সচিব এবং ডি জি সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে পয়েন্ট টু পয়েন্ট টেবিলের বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। তার পরেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct