আপনজন ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে দমন ও দিউ থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি! এমনই সম্ভাবনার কথা দাবি করলেন দমন ও দিউ-এর কংগ্রেস সভাপতি কেতন প্যাটেল। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, কেতন প্যাটেল দাবি করেছেন, কংগ্রেস হাইকম্যান্ড এই সংক্রান্ত নানান তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে। তিনি বলেন,“প্রিয়াঙ্কা গান্ধি সম্ভবত দমন ও দিউ থেকে নির্বাচনী প্রার্থী হবেন। আমি এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি।”এনিয়ে সংবাদসংস্থাকে তিনি বলেন, হাইকম্যান্ড আমাদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন। প্রিয়াঙ্কাজি এখানে এলে দিউ সংলগ্ন সৌরাষ্ট্র ও সমস্ত দক্ষিণ গুজরাত লাভবান হবে। জানতে চাওয়া হয়েছে দমন ও দিউতে কংগ্রেসের বাস্তবিক পরিস্থিতি কেমন। সেখানকার ভোটারদের কত শতাংশ কংগ্রেসের সঙ্গে রয়েছে? অতীতে বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে কংগ্রেসের ফলাফল কেমন? এমনই একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে।উল্লেখ্য, শনিবার সন্ধেয় বিজেপি প্রথমদফায় তাদের ১৯৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। যেখানে বারাণসী থেকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী বিজেপির প্রতীকে প্রার্থী হচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct