নায়ীমুল হক, কলকাতা, আপনজন: ২৮ শে ফেব্রুয়ারি কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে উদযাপিত হল জাতীয় বিজ্ঞান দিবস ২০২৪।এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হলেন মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ শুভময় দাস। তিনি ২০২৪ সালের হোমি জাহাঙ্গীর ভাবা জাতীয় বিজ্ঞান স্মারক সম্মান ও পুরস্কার লাভ করেন। বায়োলজির সঙ্গে বিজ্ঞানের অন্য শাখার সঙ্গে সমন্বয় সাধন , জীববৈচিত্রের উপর নিরলস নিরবচ্ছিন্ন এবং নিরন্তর গবেষণা এবং মূলত ডলফিন এর ওপর গবেষণার জন্য তাঁকে এই সম্মান প্রদান। এই সম্মাননা প্রদান করেন ভারতবর্ষের জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং ম্যাকাউট এর প্রাক্তন ভি সি অধ্যাপক সৈকত মিত্র । সায়েন্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গল এর সম্পাদক সম্পাদক ডঃ সুব্রত রায়চৌধুরী বলেন,” ডক্টর শুভময় কে এই সম্মাননা অনেক আগে দিতে পারলে ভালো হত” । পুরষ্কার লাভ করার পর অধ্যাপক শুভময় বলেন ,”এই জয় সামগ্রিকভাবে বিজ্ঞানের জয়, বিজ্ঞান ভালবেসে ফেলা মফস্বলের ছাত্রছাত্রীর জয়। এখন থেকে দায়িত্ব বাড়লো আরো অনেক বেশি।” মাস্টার মশাইয়ের পুরস্কারপ্রাপ্তির পর ছাত্রছাত্রী এবং কলেজ চত্বরে মহলে খুশির হাওয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct