জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: বারুইপুর ফুলতলা মাঠে বারুইপুর পূর্ব বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাক্কালে এই মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক শওকত মোল্লা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়কগণ ও নেতৃত্ব। মহিলা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচর্য্য বলেন,কৃষ্ণনগরে দাঁড়িয়ে সিএএ নিয়ে কোনও আশ্বাস নেই মোদীর। মতুয়াদের জন্য নেই কোন বক্তব্য। চন্দ্রিমা আরও অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে, সেটা মানুষ জানে। বারুইপুরের ফুলতলা মাঠে জনসভায় যোগদিতে এসে দাবি করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct