রক্ষক-ই ভক্ষক
আসগার আলি মণ্ডল
রক্ষক আজ হয়েছে ভক্ষক
মেতেছে সুখের নেশায়
কাটমানিতে পকেট ভরায়
মন নেই নিজ পেশায়।
ভুঁড়ির ভরে কেউ বেসামাল
একটু হাঁটলেই হাঁফায়
চোর-বদমাস এদের জোরেই
সমাজটা আজ কাঁপায়।
গাড়ি-বাড়ির নেইতো অভাব
তবুও আরো চাই
গাঁটের কড়ি হয়না খরচ
গরীব মেরে খায়।
কলা-মুলো চোরকে ধরে
লকাপেতে পেটায়
নেতার শত বদ কর্ম
কড়িতেই মেটায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct