নিজস্ব প্রতিবেদক, কল্যাণী, আপনজন: নদিয়ার কল্যাণীর রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র, এন ডি আর আই-তে শনিবার একদিনের কিষান মেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি দেশীয় প্রজাতির “সাহিওয়াল” গরুর একটি ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর ধীর সিং মেলা এবং ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । পরে তিনি জানান, সারাদেশে দুগ্ধ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে রাষ্ট্রীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র অগ্রণী ভূমিকা নিয়েছে । প্রায় ৮ কোটি মানুষ দুগ্ধ ক্ষেত্রে কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে রয়েছেন ।কল্যাণীর জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ শান্তনু বণিক জানান, প্রায় দেড়শোটি প্রযুক্তির মাধ্যমে এখান থেকে কৃষকদের বিশেষ করে আদিবাসী সম্প্রদায় ভুক্ত কৃষকদের সুবিধা দেওয়া হচ্ছে । যুগ্ম পরিচালক ডঃ রাজন শর্মা, (গবেষণা) দেশের পূর্বাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আতারির-এর পরিচালক ডাঃ প্রদীপ দে, বিসিকেভির ভাইস চ্যান্সেলর ডাঃ গৌতম সাহারা জনসংখ্যার বিশাল বৃদ্ধির সাথে মোকাবিলা করার জন্য পূর্ব ভারতে বৈজ্ঞানিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সবুজ বিপ্লবের প্রয়োজনীয়তা তুলে ধরেন । এ দিনের এই কিষান মেলায় প্রায় ৫০০ কৃষক যোগ দেন । মেলায় বারোটি স্টল রাখা হয়েছে । এ দিন বিভিন্ন আইসিএআর ইনস্টিটিউটের বিজ্ঞানী, রাজ্যের আধিকারিক, কৃষক সংগঠন, নাবার্ড এবং অন্যান্য সংস্থার আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সমস্যা বোঝা এবং তাদের যথাযথ সমাধান দেওয়া । সভায় বেশ কয়েকজন কৃষক ও নির্বাচিত স্টলকে পুরস্কৃত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct