আপনজন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ আফগানিস্তানে গত তিন দিনের টানা ভারী তুষারপাতে ১৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। রাস্তাঘাট বন্ধ হওয়া ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির কারণে দিশেহারা দেশটির তুষারপাত কবলিত এলাকার বাসিন্দারা। তুষারপাতের কারণে গবাদি পশুর ক্ষতি হচ্ছে। বালখ ও ফারিয়াব প্রদেশে তুষারপাতে প্রায় দশ হাজার গবাদি পশু মারা গেছে বলেও জানানো হয়। তীব্র তুষারপাতের ফলে সালাং গিরিপথসহ আফগানিস্তানের অনেক প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে। এ কারণে ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে ঢোকা যাচ্ছে না। আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকসেনাস রাস্তা বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘খুব ভারী তুষারপাত চলছে। মানুষজন তাদের গবাদি পশুর ক্ষতির কারণে উদ্বিগ্ন। অনেক রাস্তাতেই ভারী তুষারপাতের কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ’স্থানীয় আরেক বাসিন্দা আমানুল্লাহ এমন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, ‘যারা আটকা পড়েছে তাদের ক্ষুধার্ত গবাদি পশুদের জরুরি সহায়তা প্রয়োজন। ’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct