নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: এক জাঁক-ঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদের লালগোলা থানার সদর নশীপুর অঞ্চলের চমকপুর গ্রামে ‘ত্বারতীলুল কুরআন হিফজ ‘ইনস্টিটিউটে’র আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু এবং শুভ উদ্বোধন সু্ষ্ঠু ভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে ! তেলাওয়াত করেন ত্বারতীলুল কুরআন হিফজ ইনস্টিটিউট এর শিক্ষার্থী আবদুল্লাহ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাফসা ইসলামিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ইসমাইল মাদানী সাহেব এই প্রতিষ্ঠানের সম্পর্কে এবং কুরআন হিফজ করার গুরুত্ব সম্পর্কে এক নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। আই.আর.হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় আব্দুর রউফ সিদ্দিকী মহাশয় প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য সুপরামর্শ দিতে গিয়ে বললেন,যে স্টুডেন্টেদের পড়ার প্রতি ফোকাসের পাশাপাশি শরীর স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে |সেখালিপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় বদরুদ্দোজা মহাশয় বলেন কোরআন কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে এবং আল্লাহ নিজেই তার হেফাজত করবেন । আই.সি.আর.হাই মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শওকত আলী সাহেব হিফজ প্রতিষ্ঠানর গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। আই.সি.আর হাই মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী শিক্ষকমহঃ মোসাররাফ হোসেন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বলেন এলাকার শিক্ষার্থীদের মধ্যে কোরান হিফজ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । মানুষের চেতনার উন্মেষ ঘটেছে, যা ভবিষ্যতের আশা জাগায়! শিক্ষক তাসলিম আরিফ মহাশয় বলেন আজকে একটা কোরআন শিক্ষার ইনস্টিটিউটের পথ চলা শুরু হল যা ;একদিন বটবৃক্ষে পরিণত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct