মোহাম্মদ সানাউল্লা, নলহাটি, আপনজন: তৃণমূলের জন গর্জন সভার প্রস্তুতি অনুষ্ঠানে নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির তিন জন বিরোধী সদস্য যোগ দিলেন তৃণমূলে। আগামী ১০ তারিখ কলকাতার ব্রিগেডে তৃণমূলের জন গর্জন সভা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি নিয়ে শনিবার বিকেলে নলহাটি এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির তিন জন নির্বাচিত বিরোধী সদস্য তৃণমূলে যোগ দেন। যথাক্রমে নলহাটি এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি তথা নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী সদস্য সাদ্দাম দেওয়ান, রবি দাস এবং সিপিআইএম থেকে শাহনাজ মুমতাজ। গত পঞ্চায়েত নির্বাচনে নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ছিল ২৭ টি। সেখানে ২১ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল। বাকি ৬টি আসনের মধ্যে সিপিআই এম তিনটি, কংগ্রেস দুটি এবং বিজেপি একটি আসন দখল করে। এখন ২৪ এর লোকসভা নির্বাচনের আগে নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো ২৪।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct