জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: প্রথম দফায় চন্দননগর কমিশনারেট এলাকায় আসছে ৩ কোম্পানি আধাসেনা। চুঁচুড়া, শ্রীরামপুর ও ডানকুনিতে থাকবে এক কোম্পানি করে সীমানা নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। জলপাইগুড়ি থেকে বাসে করে আসবে এই তিন কোম্পানি আধাসেনা। গ্রামীণ এলাকায় এক কোম্পানি করে চণ্ডীতলা এবং আরামবাগে থাকবে। কমিশনারেট সূত্রে খবর, বৃহস্পতিবার তিন কোম্পানিকে আনতে বাস পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার, মধ্যরাতের মধ্যে বিএসএফ ভর্তি বাসগুলির কমিশনারেট এলাকায় ঢুকে যাওয়ার কথা। চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে থাকবে এক কোম্পানি বিএসএফ। প্রশাসন সূত্রে খবর, রাজ্যে ভোটের বিজ্ঞপ্তি বা দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি বা টাকা উদ্ধারের মতো ঘটনার তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct