আপনজন ডেস্ক: ক্রিস গেইল তাকিয়ে রয়েছেন ভারত ও পাকিস্তানের দিকে। রোহিত শর্মা-বাবর আজমদের হাত ধরে ক্রিকেট গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, এমনটাই মনে করছেন গেইল। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুন মাসে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হবে খেলা। সেখানেই নিউইয়র্কে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তান খেলবে। সেই ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। নতুন করে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রচারে সব থেকে বেশি সাহায্য করবে বলে মনে করেন গেইল। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আইসিসি চাইছে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে। যুক্তরাষ্ট্রে সেটাই হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এই মহাদেশে ক্রিকেটের প্রচারে সাহায্য করবে। নিউ =ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ। এই দুই দেশের হাত ধরেই ক্রিকেট গোটা বিশ্বে আরো ছড়িয়ে পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচের সাহায্যে গোটা বিশ্বের বাজার ধরা সহজ হবে বলে মনে করেন গেইল। তিনি বলেন, ভারত-পাকিস্তান বিশাল বড় ম্যাচ। এই ম্যাচের হাত ধরেই ক্রিকেটের বাজার বাড়বে। আমেরিকা বড় বাজার। টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল হলে ক্রিকেটেরই লাভ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct