মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দারিদ্রতা কোন প্রতিবন্ধকতা নয়, সেইখান থেকে অনেক বড় জায়গায় পৌঁছানো যায় বারবার বহু মানুষ প্রমাণ করেছেন। নদীয়ার তেহট্টের আশরাফ পুরের এক দিনমজুর পরিবারের ছেলে সাকিরুল সেখ সর্বভারতীয় নেট পরীক্ষায় ১৭ তম স্থান করে গোটা ভারতবর্ষকে তাক লাগালো। বাবা তেহট্টের শ্যামনগর হাটে গাড়িতে কলা তুলে দু পয়সা রোজগার করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। বাবা সমীর সেখ ,মা বেদনা বিবি স্কুলের মুখ দেখেননি। সেই অবস্থায় অসামান্য মেধা সম্পন্ন সাকিরুল সেখ শ্যামনগর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ভালো রেজাল্ট করেন। পরে বহরমপুর কৃষ্ণনগর কলেজ থেকে ৮৫ শতাংশ নাম্বার পেয়ে বিএসসি পাস করেন এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ৮২ শতাংশ নাম্বার পেয়ে এমএসসি কমপ্লিট করেন। ভূমিহীন ক্ষেত মজুর পরিবারের এই সন্তানের মাথায় বিপিএল পরিবারভুক্ত হওয়ার কারণে সরকার থেকে দেওয়া এক চিলতে ছাদ এবং সরকার থেকে পাওয়া ইলেক্ট্রিসিটি সম্বল করে সর্বভারতীয় নেট পরীক্ষায় ১৭ তম স্থান দখল করেছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাবার মুখে হাসির পরিবর্তে কান্না দেখা গেছে। সেটা অবশ্যই আনন্দের কান্না। বাবা-মা পড়াশোনা না করে দিনমজুর করে ছেলেকে পড়াশোনা করার জন্য যে ভাবে সকিরুল কে উজ্জীবিত করেছেন তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়। সাকিরুল সেখ বলেন স্কুল কলেজ এর মাস্টার মশাইরাও তাকে বহু সাহায্য করেছেন। সাকিরুল প্রমাণ করেছেন দারিদ্রতা কখনোই বড় সমস্যা হতে পারে না ইচ্ছা আর পরিশ্রম থাকলে সাফল্য ধরা দেবেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct