অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন সময় চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি প্রকৃত মালিকেরা। পুলিশের এই তৎপরতায় স্বভাবতই খুশি তারা। জানাগেছে, বিগত বেশ কিছুদিন ধরে বালুরঘাট থানার বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনা সামনে আসছিল। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেতে অনেকেই থানায় লিখিতভাবে জানিয়েছিলেন। এরপর এই ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। সব মিলিয়ে প্রায় ৬ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা শুক্রবার প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলেই বালুরঘাট থানার পুলিশের তরফে জানানো হয়েছে। এদিন হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেবার সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ আরো অনেকে। এ বিষয়ে মোবাইল ফেরত পাওয়া এক ব্যক্তি জানান, ‘আমার মোবাইলটি কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল। এরপর আমি বালুরঘাট থানায় লিখিতভাবে তা জানিয়েছিলাম। অবশেষে বালুরঘাট থানার তরফে আমার সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আজ আমাকে ফিরিয়ে দেয়া হলো। এর জন্য আমি খুবই খুশি এবং বালুরঘাট থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct