আপনজন ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত হয়েছে আলেক্সি নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া। এসময় হাজার হাজার রুশ নাভালনির নামে স্লোগান দিয়েছে। তার মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করবে না বলেও সবাই স্লোগান দিয়েছেন। খবর রয়টার্স।নাভালনির মা ও বাবা পুলিশি পাহাড়ায় মস্কোর গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ-পূর্ব মস্কোর চার্চ অব দ্য আইকন অব দ্য মাদার অব গড নামক একটি আকর্ষণীয় সাদা গম্বুজওয়ালা ভবনে। ভবনটিকে ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নাভালনির একটি ছবিতে দেখা গেছে, একটি কফিনের ভেতরে নাভালনির দেহ রাখা। তার ওপরে ফুল দেওয়া। তার মা কালো হেড স্কার্ফ পরে এক হাতে মোমবাতি নিয়ে তার বাবার পাশে বসেছিলেন।গির্জার পাশে হাজার হাজার লোক ভিড় করেছিলেন। তাদেরকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তখন তারা হাততালি দিয়ে ‘নাভালনি! নাভালনি!’ স্লোগান দিয়েছে।এ সময় অনেককে ‘রাশিয়া মুক্ত হবে’, ‘যুদ্ধ নয়’, ‘পুতিনমুক্ত রাশিয়া’, ‘আমরা ভুলব না’ এবং ‘পুতিন একজন খুনি’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা গেছে।অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নাভালনির মৃতদেহ মস্কভা নদীর অপর পারে প্রায় আড়াই কিমি দূরে বোরিসোভস্কয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানটি সিল করে দেওয়া হয়েছিল। নাভালনির ইউটিউব চ্যানেলে এক চতুর্থাংশের বেশি রুশ অন্ত্যেষ্টিক্রিয়া দেখেছে।পুতিনের কট্টর সমালোচক রাশিয়ার শীর্ষ বিরোধী নেতা আলেক্সি নাভালনি (৪৭) ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে মারা যান। তার সমর্থকদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। তবে তার মৃত্যুতে রাষ্ট্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ক্রেমলিন।কর্তৃপক্ষ তার আন্দোলনকে চরমপন্থী হিসেবে বেআইনি ঘোষণা করেছে এবং তার সমর্থকদের মার্কিন মদতে সমস্যা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছে।আর মাত্র দুই সপ্তাহে পরেই অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট। তার মধ্যেই নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া হলো। বিশ বছরের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন আবারও ক্ষমতায় আসবেন বলে অনুমান করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct