নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: সন্দেশখালি কান্ডে এবার বদলি করা হল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে। বসিরহাট থানার নতুন আইসি হলেন রক্তিম চট্টোপাধ্যায়। তিনি পূর্ব বর্ধমানের সিআই ছিলেন। বসিরহাটের সিআই সহ একাধিক পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির তদন্তের সুবিধার্থে বসিরহাটের আইসিকে বদলি করা হয়। আইসি বসিরহাট কাজল বন্দোপাধ্যায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে। শুধু এই দুটি পদই নয়। সন্দেশখালির তদন্তের সুবিধার্থে বদলি করা করে বসিরহাট পুলিশের একাধিক পদ। প্রশাসনিক স্তরকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত বলেই খবর পুলিশ মহলে। এর পাশাপাশি মালদার ইন্সপেক্টর অক্ষয় পালকে বদলি করা হয়েছে কোচবিহার সদরের কোর্ট ইন্সপেক্টর পদে। কোচবিহার সদরের বর্তমান কোটি ইন্সপেক্টর রাজেন্দ্র মিত্র কে বদলি করা হয়েছে সিআইডির সাইবার ক্রাইম উইং - এ। হাওড়ার ইন্সপেক্টর বাবন হালদার কে বদলি করা হয়েছে হাওড়া রুরালের ডিআইবি পদে। হাসনাবাদের সি আই প্রশান্ত দত্তকে বদলি করা হয়েছে পুরুলিয়া জেলার মালবাজার সি আই পদে। হাসনাবাদের সি আই পদে পুরুলিয়ার মানবাজার থেকে সিদ্ধার্থ ঘোষ কে আনা হয়েছে। সাইবার ক্রাইম মালদার আইসি দীপক কুমার দাসকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের ইন্সপেক্টর পদে। ব্যারাকপুরের ইন্সপেক্টর রাকেশ চ্যাটার্জিকে বদলি করা হয়েছে বসিরহাটের ডিআইবি ইন্সপেক্টর পদে। বসিরহাটের আই সি সহ মোট ১০ জন পুলিশ অফিসার কে রদবদল করা হয়েছে শুক্রবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct