মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: রাজ্যের মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নতিতে রাজ্য সরকারের প্রশংসার পাশাপাশি নতুন কিছু প্রস্তাব নিয়ে রাজ্যের সংখ্যালঘু দফতরে হাজির হল তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সমিতি। তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি একেএম ফারহাদের নেতৃত্বে এক প্রতিনিধি দল আনএডেড, এমএসকে এবং সম্প্রতি প্রকাশিত মাদ্রাসা আইন ২০২৩ প্রসঙ্গে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিবালয় নবান্নে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ড. পি বি সেলিম,সচিব জি এইচ ওবায়দুর রহমান, বিশেষ সচিব সাকিল আহমেদ সহ দপ্তরের আধিকারিকদের কাছে বেশ কিছু প্রস্তাবিত পত্র পেশ করে। আন এইডেড মাদ্রাসা বিষয় সম্পর্কে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত পত্রে বলা হয়, আন এইডেড মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক,জুতো,ব্যাগ ও টিএলএম এর জন্য অর্থ প্রদানের ব্যবস্থা করা হোক, আনএডেড সিনিয়র ও হাই মাদ্রাসার অতিরিক্ত শিক্ষক ও শিক্ষিকাদের সাম্মানিক প্রদানের ব্যবস্থা করা হোক। বর্তমান উচ্চ বাজারদর বিবেচনা করে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হোক। এমএসকে শিক্ষা কেন্দ্রগুলিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্তির মাধ্যমে আলিম পর্যায়ে উন্নীত করা হোক। এমএসকে মাদ্রাসাগুলির শূন্য পদ পূরণ ও কর্মরত শিক্ষকদের অ্যাপ্রুভালের ব্যবস্থা করা হোক। এমএসকে তে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ব্যবস্থা করা হোক। এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করা ও অবসরকালীন এককালীন ভাতা প্রদানের ব্যবস্থা করা হোক প্রভৃতি। ব্যাপারে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি একেএম ফারহাদ বলেন, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই সংগঠন মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে তারা আরও কিছু প্রস্তাব নিয়ে সংখ্যালগু দফতের হাজির হয়েছিল। উচ্চ পদস্থ আধিকারিকরা সেগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। প্রস্তাবিত পত্র জমা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব চম্পক নাগ,সেখ মনজুর আহমেদ, আবু সুফিয়ান পাইক, শম্পা পাত্র, মাওঃ আসরাফ আলি, আবদুল খালেক খান, অমিত মন্ডল, জাভেদ মিয়াঁদাদ, ইব্রাহিম লস্কর,পলাশ রোম সহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct