নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: সন্দেশখালিকান্ডে পুলিশের জালে ফের আইএসএফ নেত্রী ।নিউ টাউন থেকে গ্রেপ্তার। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাঁকে।উত্তর ২৪ পরগনার বসিরহাট সন্দেশখালি দু ‘ নম্বর ব্লকে হিংসায় প্ররোচনা দেওয়া বেআইনি জমায়েত অশান্তি উস্কানি অভিযোগে আই এস এফ রাজ্য কমিটি সদস্য তথা নেত্রী জুবি সাহাকে। গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। শুক্রবার ভোরবেলা নিউটনের একটি ফ্লাট থেকে যুবিকে গ্রেফতার করে। শুক্রবারই তাকে বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয়। দশ দিনের পুলিশের আবেদন চেয়েছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি কান্ডে এই নিয়ে দুই আইএসএফ নেত্রী গ্রেপ্তার হলেন। এর আগে জেলিয়াখালি পাখিরালয় থেকে আয়েশা বিবিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তিনদিন পুলিশ হেফাজতের পরে হাইকোর্টের নির্দেশে বসিরহাট মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে। শুক্রবার ফের যুবিকে গ্রেফতার করা হয়। সন্দেশখালিকান্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী নাতাশা খান এর নিউটাউন এর বাড়িতে পুলিশ যায়। নিউটাউনের সিসি ৭, বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান হয়।পুলিশ সূত্রে খবর, সন্দেশখালি কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ নাতাশা খান, জুবি সাহা, শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে।বৃহস্পতিবার বিকেলে বিধান নগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয় নিউ টাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে। তারা এই আবাসনের চার তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায়। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেননি কোন সার্চ ওয়ারেন্ট না থাকায়। এরপর ভোরবেলা মহিলা পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে ওই ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct