এম মেহেদী সানি, মছলন্দপুর, আপনজন: চাকরির প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সংখ্যালঘু এবং তপশিলিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করলো উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার (শংকর’দার কোচিং) ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের ৩৭৩৪ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে ৬৬৫২ জনকে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই বেঙ্গল পুলিশেও বিপুল সংখ্যক শূন্য পদে আবেদন প্রক্রিয়া অতি দ্রুত শুরু হবে ৷ এসবের মধ্যেই শংকরদার কোচিং সেন্টারের তরফে বিশেষ স্যারের ঘোষণা করা হয়েছে ৷ ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অমিয় দে জানান, ‘আমি মনে করি সংখ্যালঘু, আদিবাসী, দলিত, তপশিলি শ্রেণীর নবপ্রজন্মের ছেলেমেয়েরা বেশি বেশি করে উঠে আসুক ৷ তাদের আর্থিক এবং সামাজিক প্রতিবন্ধকতার দিকে লক্ষ্য রেখেই আমাদের পক্ষ থেকে বিশেষ নির্দিষ্ট কোর্স ফি’র উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যেও নাম মাত্র ব্যয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷’ শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জানা গিয়েছে বর্তমানে প্রায় ৭০০০ ছাত্র-ছাত্রী শংকরদার কোচিং সেন্টার থেকে চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন ৷ ১২০০ ছাত্র-ছাত্রী আবাসিকভাবে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন ৷ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিপুলসংখ্যক ছাত্রছাত্রীরা সরকারি চাকরি পেয়েছে ৷ অমিয় দে’র মতে আমাদের প্রশিক্ষণের পাশাপাশি যারা আমাদের নির্দেশ অনুযায়ী যথাযথ চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে না ৷ উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুরের ওই আবাসিক কোচিং সেন্টারে পাঠরত কয়েক হাজার শিক্ষার্থীদের সফল হওয়ার দিশা দেখানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অমিয় দে’র মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষানুরাগীরা ৷ এ বিষয়ে অমিয় দে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াব। সেই মতোই সাধ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি । আগামী দিনেও বিভিন্ন পরিকল্পনা রয়েছে ।’ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে সাফল্য পাইয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অমিয় দে’র যথেষ্ট অবদান রয়েছে ৷ বিশেষত পুলিশ, আর্মি ছাড়াও বর্তমানে পিএসসি’র বিভিন্ন পরীক্ষা এবং রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে শংকর’দার কোচিং সেন্টার ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct