নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় আসছে মুখ্যমন্ত্রী,আর তার সভায় লোক জমায়েত নিয়ে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি,বিরোধীদের অভিযোগ জমায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছেন খোদ প্রশাসনিক আধিকারিক।বিডিও খুলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ!আর সেই গ্রুপে লোক ভরানোর নির্দেশ এমন ভয়ঙ্কর অভিযোগ আনে বিজেপি নেতৃত্বরা। অভিযোগের নেপথ্যে খাঁড়া করা হল হোয়াটস অ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়ার সেই স্ক্রিন শটও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তমলুকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন,প্রায় ৮০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানা যায়।তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে।শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিওর একটি গ্রুপ রয়েছে।সেখানে বলা হয়েছে এসএইজি গ্রুপের যে সংঘ রয়েছে সেই সংঘগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচটি করে বাসে লোক নিয়ে যেতে হবে।বিরোধী দলনেতা জেলাপরিষদের বামদেব গুছাইতের বক্তব্য,“ মুখ্যমন্ত্রী তমলুকে আসছেন।সাধারণ মানুষ তাঁর সভায় যেতে চাইছেন না। তিনি তাঁর প্রশাসনিক আধিকারিক দের সামনে রেখে সভা ভরতে চান।পরিসংখ্যান তুলে ধরে ১০টি ব্লক থেকে ৪২৬ টি বাসে ২১,৩০০ লোককে নিয়ে যেতে হবে এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।অপরদিকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন,“মুখ্যমন্ত্রী সভা হবে প্রশাসনিক ব্যবস্থাপনায়,প্রশাসনিক কাজে যাঁরা যুক্ত রয়েছেন,তাঁরা আসবেন।তাঁরা স্বাস্থ্যকর্মী হতে পারেন,আশা কর্মী হতে পারেন,উত্সাহী কর্মী হতে পারেন।জেলা প্রশাসনের কোনও লক্ষ্যমাত্রা নেই ,৫০ হাজার হতে পারে,১ লক্ষও হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct