মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ রা মার্চ, রবিবার। পরীক্ষা হবে দুই অর্ধে- প্রথম ১০:৩০ থেকে দুপুর ১২:০০, দ্বিতীয়টা ২:৩০ থেকে বিকেল চারটা পর্যন্ত। মাদ্রাসার নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই পরীক্ষা রাজ্যের মোট ২৭৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গৃহীত হবে বরে কমশিন সূত্র জানিয়েছে। প্রায় ১,৭৩,২১৫ জন পরীক্ষার্থী রাজ্যস্তরের এই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে। মাদ্রাসা কমিশন সূত্র জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য কমিশন ২রা মার্চ ২০২৪ শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ৩ রা মার্চ ২০২৪ রবিবার সকাল দশটা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত একটি কন্ট্রোল রুম চালু থাকবে। মাদ্রাসা কমিশন সুত্র আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তার সমাধানে টোল ফ্রি নম্বরও চালু করা হচ্ছে। টোল ফ্রি নম্বরটি হল, ০৩৩ -২৩ ২১ ৩৬১৫। এছাড়া wbmscexam@ gmail.com -এ ইমেইলে সমস্যার কথা জানালে তার সমস্যার সমাধানের ব্যবস্থা করবে কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়াও আরও যেসব জিনিস নিয়ে আসার কথা বলা হয়েছে পরীক্ষার নির্দেশিকায় সেগুলি হল আধার কার্ড, বর্তমান ছবি, কালো রঙের বল পয়েন্ট পেন। মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স গ্যাজেট, হেডফোন, স্মার্ট ওয়াচ, ইন্সট্রুমেন্ট বক্স, পেন্সিল বক্স ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। মাদ্রাসা কমিশনের পরীক্ষা নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে রিপোর্ট করতে হবে এবং ১৫ মিনিট পূর্বে হলে প্রবেশ করা যাবে। ওএমআর সিট- এর কার্বন কপি পরীক্ষার্থী নিতে পারবে, কিন্তু অরিজিনাল কপি জমা করতে হবে। অ্যাডমিট কার্ড এ উল্লেখিত আধার নম্বর না মিললে পরীক্ষার অনুমতি মিলবে না। কমিশন সূত্র জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পূর্বে কোন পরীক্ষার্থী হল থেকে বাইরে যেতে পারবে না যতক্ষণ না সমস্ত খাতা মিলে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct