আপনজন ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মতবিনিময় কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল মেনে সৌজন্য সাক্ষাৎ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্যের সমস্যাগুলি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। যদিও এটা সৌজন্যমূলক সাক্ষাৎ। রাজ্যের কাছে কেন্দ্রের প্রাপ্য নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সেই বিষয়টিও উত্থাপন করেছি।’ শুক্রবার থেকে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে থাকা মোদী রাজভবনে রাত্রিযাপন করবেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর কনভয় রাজ্যপালের বাসভবনে ঢোকে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছেন, তিনি রাজভবনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন। এর আগে হুগলি জেলার আরামবাগে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে ৭,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন বোস। গত বছর ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানান। তৃণমূলের মতে, পশ্চিমবঙ্গের কাছে কেন্দ্রের ১.১৮ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে তারা বৃহস্পতিবার সমস্ত রাজ্যে কর হস্তান্তরের দুটি কিস্তি প্রকাশ করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ ১০,৬৯২ কোটি টাকা পেয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের পরে চতুর্থ সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct