আপনজন ডেস্ক: দেশে এখন সিংহভাগ মিডিয়া বিজেপি ঘনিষ্ঠ সংস্থাগুলি কিনে নিয়েছে। ফলে, একদিকে কেন্দ্রীয় সরকারের নানা দুর্বলতার কথা যেমন বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে না তেমনি মুসলিম বিদ্বেষ ছাড়ানোর কাজেও তারা লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার মুসলিমদের সম্পর্কে ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি সম্প্রীতি তিনটি জাতীয় সংবাদমাধ্যমকে জরিমানা করেছে। এমনই খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একে সিকরি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জন্য নিউজ প্রোগ্রামে মুসলিমদের সম্পর্কে ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে কড়া পদক্ষেপ করেছেন। বিশিষ্ট সমাজকর্মী এনডিরাজিত গড়পাড়ে দ্য নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটির কাছে অভিযোগ করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই টাইমস-নাও নবভারত চ্যানেলকে এক লক্ষ টাকা, নিউজ-১৮কে ৫০ হাজার টাকা জরিমানা এবং আজতক চ্যানেলকে সতর্ক করা হয়েছে। প্রত্যেক চ্যানেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনলাইনে তাদের যে সমস্ত ভিডিয়ো বা বিভিন্ন নথি রয়েছে এবং যেগুলো নিয়ে আপত্তি উঠেছে সেগুলো সাত দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। আজতকের সঞ্চালক সুধীর চৌধুরী রামনবমীর মিছিলে হিংসার ঘটনা নিয়ে নির্দিষ্ট একটি কমিউনিটিকে টার্গেট করেছেন বলে অভিযোগ। অন্যদিকে নিউজ-১৮-এর বিরুদ্ধে অভিযোগ, খবরের উপস্থাপক আমন চোপড়া এবং অমিত দেবগন আন্ত:ধর্ম বিবাহকে লাভ-জিহাদ বলে উসকানি দিয়েছেন। আন্ত:ধর্ম সম্পর্ককে লাভ-জিহাদ বলে উল্লেখ করেছেন বলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দা নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি। সংস্থার বক্তব্য, কোন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা করবেন তা নিউজ চ্যানেলের সম্পূর্ণ নিজস্ব পছন্দের অধিকার রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনও ধর্ম বা সম্প্রদায়কে টার্গেট করা করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct