আপনজন ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে মন্দির পুনরুদ্ধারের জন্য দায়ের করা পিটিশনগুলি ১৯৯১ সালের ‘উপাসনাস্থল আইন’-এর আওতায় পড়ে না বলে বারাণসী হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বারাণসীর আঞ্জুমান ইন্তাজামিয়া মাসাজিদ।১৯৯১ সালে বারাণসী সিভিল কোর্টে দেবতাদের হয়ে হিন্দু উপাসকরা এই মামলাটি দায়ের করেছিলেন। জ্ঞানবাপী মসজিদে পূজা করার অধিকার আদায় ও মন্দিরের পুনরুদ্ধারের দাবি জানিয়েছিলেন। প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ১৯ ডিসেম্বরের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আঞ্জুমান ইন্তাজামিয়া মসজিদ বারাণসীর দায়ের করা বিভিন্ন মামলা একত্রিত করে। মসজিদ কমিটির পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট হুজেফা আহমাদি স্পষ্ট করে বলেন, আজ দায়ের করা আবেদনটি সবচেয়ে পুরানো মামলা (১৯৯১ সালের মামলা) নিয়ে হাইকোর্টের আদেশের সাথে সম্পর্কিত। তিনি বলেন, বারাণসীর অঞ্জুমান ইন্তেজেমিয়া মসজিদ কমিটি ১৯৯১-এর ধর্মস্থান আইন বলবৎ করার দাবি জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct