দেবাশীষ পাল, মালদা, আপনজন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি মালদহের বামনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক। বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) খোকন বৈদ্য বলেন, “মালডাঙার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে, বহু কেন্দ্রে ডাল না থাকায় কর্মী, সহায়িকাদের একটু সমস্যা হচ্ছে। আশা করছি, ডাল, তেল খুব দ্রুত বরাদ্দ হবে।”বামনগোলা ব্লকের মালডাঙা অঙ্গনওয়াডি কেন্দ্রের কর্মী শর্মিলা রায়, সহায়িকা রুমা দেবনাথকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, ঘর, জলের ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকে রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন। এ দিন ভাতের সঙ্গে সেদ্ধ ডিম দেওয়া হয়। অভিভাবক শিল্পী রায় বলেন, “এক সপ্তাহ টানা অর্ধেক ডিম দেওয়া হয়েছে। খিচুড়ির বদলে সাদা ভাত শিশুদের দেওয়া হচ্ছে। সে খাবার শিশুরা খেতে চায় না। তাই, এ দিন তাঁদের আটকে রাখা হয়েছে। মালডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায় বলেন, “দু’মাস ধরে ডাল মিলছে না। তাই, নিরুপায় হয়ে সাদা ভাত দেওয়া হচ্ছে। সুপারভাইজার, সিডিপিওকে তা জানানোও হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct