আপনজন ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থী একদল ব্যক্তি দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোরকে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। গাজা সংঘাতের রক্ত প্রসোরের হাতে লেগে আছে বলে চিৎকার করে তারা। বুধবার পুলিশের এক মুখপাত্র জানান, তাঁরা ঘটনার তদন্ত করছেন। তবে ঘটনার খুব বেশি বিস্তারিত জানাননি তাঁরা।স্থানীয় পত্রিকাগুলোর খবর থেকে জানা গেছে, প্রসোরের একটি ব্যক্তিগত সাক্ষাতের সময় এক দল ব্যক্তি তাঁকে বাধা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনপন্থী ওই আন্দোলনকারীরা প্রসোরের উদ্দেশ্যে চিৎকার করছে।প্রসোরের সঙ্গে এ সময় একাধিক দেহরক্ষী ছিলেন। তাঁরা বিক্ষোভকারীদের প্রসোরের কাছে আসতে দেননি।প্রসোরের হাতে গাজার রক্ত লেগে আছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। সেখানে বলতে শোনা যায়, ‘লুকাতে পারবেন না রন প্রসোর। আমরা আপনাকে গণহত্যার অভিযোগে অভযুক্ত করছি।’ ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বার্লিনের মেয়র কাই ভেগনার ঘটনার নিন্দা জানিয়েছেন।রাষ্ট্রদূত অক্ষত ছিলেন বলে তিনি স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের লোকজনকে এভাবে ব্যক্তিগতভাবে হয়রানি ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct