নকীব উদ্দিন গাজী, দেউলা, আপনজন: একাধিক দাবি নিয়ে দেউলা স্টেশনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শিয়লদহ দক্ষিণ শাখার দেউলা রেল স্টেশন নেই কোন শৌচালয় প্রতিনিয়ত সমস্যায় পড়ে দেউলা রেলস্টেশনে আসা পুরুষ ও মহিলা নিত্যযাত্রীরা। এমনকি স্টেশনে নেই কোন পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা এর ফলে অন্ধকার হলেই সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। এমনকি অল্প একটু বৃষ্টিতে স্টেশন সংলগ্ন রাস্তার করুণ দশা হয়ে দাঁড়ায়। কার্যত বড় বড় গর্তে জমে যায় বর্ষার জল কার্যত মৃত্যু ফাঁদ হয়ে যায় দেউলা স্টেশন সংলগ্ন রাস্তাটি। বর্ষার সময় প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা লেগে থাকে। বারংবার রাস্তা সংস্কারসহ স্টেশনের একাধিক সংস্কারের দাবি নিয়ে রেল দপ্তরকে চিঠি লিখে জানিয়েও কোনরকম লাভ হয়নি। এমনটাই দাবি করছেন স্থানীয়রা। এবার অভিনব পদ্ধতিতে মগরাহাট ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ইমরান হাসান ও ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদের নেতৃত্বে রেলস্টেশনের ম্যানেজারকে ডেপুটেশন দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। স্টেশন মাস্টারকে ঠান্ডা পানীয় জল দিয়ে এবং পুষ্পক স্তবক দিয়ে সংবর্ধনা জানিয়ে ডেপুটেশন দেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এ বিষয় মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি ইমরান হাসান মোল্লা তিনি জানান, শিয়ালদা দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত রেলস্টেশন হল দেউলা স্টেশন। কিন্তু এই স্টেশনে একাধিক সমস্যা রয়েছে। স্টেশনে নেই কোন মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা। এর ফলে সমস্যায় পরে নিত্যযাত্রীরা। তাই স্টেশনে যাত্রী সাধারণদের জন্য পরিকাঠামো উন্নতির করার জন্য একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার দেউলা স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct