সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা যেন চাকরির দিশা পেতে পারে তারজন্য সরকারি,বেসরকারি এমনকি ব্যাক্তিগত উদ্যোগেও অনেকেই কোচিং সেন্টার খোলে পরিষেবা দিয়ে থাকেন।সেইরূপ রাজনগর থানার বর্তমান ওসি দেবাশীষ পন্ডিতের তত্ত্বাবধানে এবং এসআই অরিন্দম দেবনাথ এর পরিচালনায় ‘আলোক বর্তিকা’ নামে একটি কোচিং সেন্টার শুরু হয় রাজনগর থানায়।গত ২০২৩ এর ফেব্রুয়রি মাস থেকে এলাকার যুবক-যুবতীদের এখানে বিনামূল্যে চাকরির উপযুক্ত করে তোলার লক্ষ্যে কোচিং দেওয় হচ্ছে। উক্ত কোচিং সেন্টারে নিয়মিত প্রশিক্ষণ পেয়ে সিতারা খাতুন নামে এক শিক্ষার্থী চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করে। জানা যায় যে,সেই কৃতি চাকরিপ্রার্থী সম্প্রতি কলকাতা পুলিশের ‘লেডি কনস্টেবল’ পদে চাকরি পেয়েছে। কোচিং সেন্টারের এই সাফল্যে গর্বিত রাজনগর থানার পুলিশ। পুলিশে কাজ পাওয় সিতারা খাতুনকে রাজনগর থানার পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, এস আই অরিন্দম দেবনাথ সহ অন্যান্যরা। সিতারা খাতুন জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দেবনাথ সহ অন্যান্যরা যেভাবে আন্তরিকতার সাথে কোচিং দেন, তা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। এই সাফল্যে তাঁদের অবদান অনস্বীকার্য।চাকরি পেয়ে খুশি সিতারা খাতুন সহ তার পরিবারের লোকেরা রাজনগর থানার ওসি দেবাসিস পন্ডিত, এসআই অরিন্দম দেবনাথ সহ সকল পুলিশ কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য রাজনগর থানার পক্ষ থেকে এলাকার দুস্থ চাকরি প্রার্থীদের বিনামূল্যে যেভাবে কোচিং দেওয়র ব্যবস্থা নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct