সুরজীৎ আদক, আমতা, আপনজন: একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের বকেয় পারিশ্রমিক তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দে ফেটে পড়লেন আমতা-২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তাজপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের শ্রমিকরা। এদিন এইসব কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন। তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গোলাম খান জানান, এই পঞ্চায়েতে মোট ৮৮৭ জন একশো দিনের কাজের শ্রমিক ছিলেন। বকেয় মজুরির পরিমাণ ছিল ৫০ লক্ষ ২২ হাজার ৮১৮ টাকা। দু’জন শ্রমিকের মৃত্যু হওয়য় বাকি ৮৮৫ জন শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের বকেয় পারিশ্রমিকের জমা পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরা তাঁদের বকেয় পারিশ্রমিকের সবটাই পেলেন। একশো দিনের কাজের শ্রমিকরা কাজ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাঁদের টাকা অন্যায় ভাবে গত দু’বছর যাবৎ আটকে রেখেছিল। মুখ্যমন্ত্রী বহুবার প্রধানমন্ত্রীকে এই গরীব শ্রমিকদের টাকা প্রদান করার জন্য অনুরোধ করলেও গরিব শ্রমিকদের টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব গরিব খেটে খাওয় মানুষদের জন্য রাজ্যের কোষাগার থেকে তাদের অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct