সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চল্লিশ দিন যেতে না যেতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলমহলে তৃণমূলের ব্লক সভাপতি বদল, অপসারিত ব্লক সভাপতিকেই পুনর্বহাল। রদবদল ঘিরে রাজনৈতিক তরজা । চল্লিশ দিন যেতে না যেতেই ফের জঙ্গলমহলের রানীবাঁধে রদবদল করা হল তৃণমূলের ব্লক সভাপতিকে । উত্তম কুম্ভকারকে ওই পদ থেকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হল চল্লিশ দিন আগে ওই পদ থেকে অপসারিত চিত্ত মাহাতোকে। সূত্রের খবর খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। কিন্তু চল্লিশ দিনের ব্যবধানে একেবারে লোকসভা ভোটের মুখে কেন ফের এই রদবদল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এক্ষেত্রেও কাটমানির তত্ব সামনে এনেছে বিজেপি। ব্লক সভাপতি পদ নিয়ে বাঁকুড়া জেলায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ বারেবারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটের মুখে সেই একই ছবি চোখে পড়ল রানীবাঁধে। পরিস্থিতি এমন হল যে খোফ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র ৪০ দিনের মাথায় ব্লক সভাপতি পদে রদবদল করে ফের দায়িত্ব দেওয়া হল অপসারিত ব্লক সভাপতিকে। তৃণমূল সূত্রে জানা গেছে গত ১৭ জানুয়ারি রানীবাঁধ ব্লকের সভাপতি পদ থেকে চিত্ত মাহাতোকে সরিয়ে ওই পদের দায়িত্বে বসানো হয় উত্তম কুম্ভকারকে। উত্তম কুম্ভকার রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত । এই রদবদলের ৪০ দিন যেতে না যেতেই গতকাল ওই বিধানসভা এলাকাতেই সরকারি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সেখানেই ব্লক সভাপতি পদ থেকে উত্তম কুম্ভকারকে সরিয়ে ফের ওই পদে চিত্ত মাহাতোকে বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন তড়িঘড়ি এই রদবদল? কোন পরিপ্রেক্ষিতেই বা খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হল এই ব্লক সভাপতি রদবদলে? সদ্য অপসারিত ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলেন, রদবদলের কোনো খবর তাঁর জানা নেই। চিত্ত মাহাতো পাগলের প্রলাপ বকছেন। চিত্ত মাহাতোর দাবী দল তাঁকে সরিয়ে দিয়েছিল। তারপরও তিনি কর্মী হিসাবে কাজ করছিলেন। ফের দল যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালনের চেষ্টা করবেন। বিজেপির বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ কাটমানির পরিমাণ নিয়ে টানাপোড়েনের জেরেই তৃণমূলের পদে এই রদবদল। তৃণমূলের জেলা সভাপতি অবশ্য বিষয়টিকে দলের সিদ্ধান্ত বলে এড়িয়ে গিয়েছেন । তবে একই সাথে তাঁর পরামর্শ বাঁকুড়ার সাংসদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলছেন তাঁর দলেরই বিধায়ক। সেই অভিযোগ সাংসদ আগে সামলান তারপর তৃণমূলের ব্যাপারে নাক গলাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct