রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: লোকসভার আগেই প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী এবং ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী নির্বাচনের জন্য ভোট গ্রহন। কড়া ছাত্র-পুলিশি নিরাপত্তার মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন মৈত্রী পাল। গঠিত হলো মন্ত্রিসভা থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী পরিষদ ও স্থায়ী সমিতি। কি অবাক হচ্ছেন, এটা দেশের লোকসভা নির্বাচন নয়। এটা মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বেওয়া -২ গ্রাম পঞ্চায়েত এলাকার ৮৮ নং রামনগর সৃষ্টিধর পাঁচকড়ি প্রাথমিক বিদ্যালয়ে গঠন করা হলো শিশু সংসদ। ১২০ জন ছাত্র ছাত্রী উৎসবের মেজাজে ভোট দানে সামিল হয়েছে গঠন করা স্কুলের ক্যাবিনেট মন্ত্রী সভা। ভোটগ্রহণ শেষে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন স্কুলেরই ছাত্রী মৈত্রী পাল। পাশাপাশি খাদ্যমন্ত্রী রাজ সরকার, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী বিকি চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রী রঙ্গন মন্ডল এবং ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী হয়েছেন সায়ন্তিকা ভাস্কর। দেশের নির্বাচন, ভোট গণনা, ভোট প্রক্রিয়া, মন্ত্রিসভা গঠন, সংসদ পরিচালনা সহ নানাবিধ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা এবং জ্ঞান বিতরণ করতেই অভিনব উদ্যোগে ফরাক্কা ব্লকের বেওয়া -২ গ্রাম পঞ্চায়েত এলাকার ৮৮ নং রামনগর সৃষ্টিধর পাঁচকড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদের আয়োজন করা হয়। এই শিশু সংসদে অধ্যক্ষ হয়েছেন স্কুলেরই প্রধান শিক্ষক মীর নাজির আলী। প্রধান শিক্ষক জানান, শিশু সংসদ ঘিরে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কড়া ছাত্র পুলিশে নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী গঠনের জন্য ভোট দেন। তাদের ভোটেই নির্বাচিত হন প্রধানমন্ত্রী। খুব দ্রুত নতুন মন্ত্রিসভা স্কুলে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক।সাধারণ মানুষ। প্রশাসন অবিলম্বে এর ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct