দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াচক ১ ব্লকে ২১ টি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বুধবার বিকেলে কালিয়াচক ১ ব্লকের জালালপুর কলোনি মোড়ে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমেই সংশ্লিষ্ট ব্লকের ২১ টি রাস্তার কাজের শুভ সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, পথশ্রী প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে কালিয়াচক ১ ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মোট ২১ টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে। আগামী বর্ষার মরশুমের আগেই সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে এলাকার বেহাল রাস্তাগুলির কাজ সম্পূর্ণ করে ফেলায় এখন লক্ষ্যমাত্রা রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct