সানাউল্লাহ আহমেদ, কলকাতা, আপনজন: প্রতিবছরের ন্যায় এবারও সমাবর্তন অনুষ্ঠান সাড়ম্বরপূর্ণ ভাবে সুসম্পন্ন হলো ডি এন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায় । এছাড়াও উপস্থিত ছিলেন মেটেরিয়া বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সাখাওয়াত হোসেন, রেপাটরি বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রজত কুমার পাল, প্যাথোলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ শুভময় ঘোষ এবং মেডিশিন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোহন গিরি ছাড়াও কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মনসুর হাবিবুল্লাহ , প্রফেসর ডাঃ প্রদীপ পাড়িয়া, প্রফেসর ডাঃ সান্তালি দে মল্লিক সহ একাধিক হোমিওপ্যাথি শিক্ষক ও শিক্ষিকা চিকিৎসকগণ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রত্যেক চিকিৎসক ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১টায় রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বিকালে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct