আলম সেখ, কলকাতা, আপনজন: এসডিপিআই এর জাতীয় সম্পাদক ফায়সাল ইজুদদিন কলকাতায় রাজ্য অফিসে লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলেন। এর আগে জাতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মুহাম্মাদ তুম্বে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দল বাংলায় ৪২ আসনের মধ্যে ৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা উল্লেখ করেননি। বৃহস্পতিবার রাজ্য অফিসে সংবাদ সম্মেলনে ফায়সাল ইজুদদিন ছয়টি আসনের নাম ঘোষণা করেন। সেগুলো হল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও মালদা দক্ষিণ। উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন- প্রাক্তন আই.এ.এস অফিসার ও এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস। দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন— ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। বহরমপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন— এসডিপিআই-এর জাতীয় সম্পাদিকা রুনা লাইলা। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। মালদা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন— সাহনাওয়াজ রহমাতুল্লাহ। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন— রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস, জাতীয় সম্পাদিকা রুনা লাইলা, উইম-এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম এবং সাহনাওয়াজ রহমাতুল্লাহ।সাংবাদিক সম্মেলনে থেকে রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম জানান, ইদ্রিশ আলির মৃত্যুতে শূন্য হওয়া মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপ-নির্বাচনে এসডিপিআই প্রতিদ্বন্দ্বিতা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct