মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শহরের ভিতরে বসবাস কিন্তু শহর থেকে সাধারণ মানুষ বিচ্ছিন্ন । বর্ধমান শহরের উপর রেলওয়ে ছোট ওভারব্রিজ ভেঙে ফেলা হয়েছে যেটা ফুট ব্রিজ হিসাবে কাজ করতো । রেল কর্তৃপক্ষ ৬ মাসের মধ্যে নতুন ছোট রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি । বর্ধমান শহরের চার নম্বর, পাঁচ নম্বর ওয়ার্ড এবং কাটোয়া কালনা রোড সংলগ্ন এলাকার মানুষের যন্ত্রণা না দেখলে বোঝার উপায় নেই। সাইকেল, পথচারী ,ভ্যানচালক ,রিক্সা চালক তারা কিভাবে যাতায়াত করছেন শহর বর্ধমানের অন্যান্য জায়গা যাওয়ার জন্য। উঁচু রেলওয়ে ওভারব্রিজ যেভাবে তৈরি হয়েছে সাধারণ মানুষ বয়স্ক মানুষ বাচ্চা শিশু হেটে সাইকেল চালিয়ে রিকশা ভ্যান চালিয়ে কোনভাবেই উঠতে পারবে না ।সেই অবস্থায় রেল প্রতিশ্রুতি দিয়েছিল ছোট রেলওয়ে ওভারব্রিজ যেটা ভাঙ্গা হয়েছে সেখানে আবার একটি নতুন ব্রিজ তৈরি করে দেয়ার। বর্ধমান শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম ওরফে সাহেব জানান রেল প্রতিশ্রুতি পূরণ না করলে তারা বৃহত্তর আন্দোলন যাবেন । ছোট ব্রিজ ভাঙার সময় তারা প্রতিবাদ করেছিলেন তখন রেল তাদেরকে আশ্বস্ত করেছিল। সে আশ্বাস পূরণ না হওয়ায় তিনি রেল দপ্তরে চিঠি করেছেন। বারবার তদবির করার পরেও কোন সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষকে তিনি নিয়ে বৃহত্তর আন্দোলনের নামবেন বলে জানালেন।নুরুল আলমের বক্তব্য কে সমর্থন জানাচ্ছেন চার নম্বর, পাঁচ নম্বর ,ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং হয়রানি শিকার ওই এলাকার মানুষ। যদি অবিলম্বে ব্যবস্থা না করে তাহলে তারা বড় রকম আন্দোলন করতে কোনভাবে পিছপা হবেন না বলে জানিয়েছেন চার নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর নুরুল আলম ওরফে সাহেব। এক প্রকার বিচ্ছিন্ন শহরের একটি অংশ। এত কিছুর পর রেলের ঘুম ভাঙ্গার অপেক্ষায় আছে সাধারণ মানুষ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct