আপনজন ডেস্ক: মালয়েশিয়ায় দুই মাসে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৫২৮টি অভিযান চালিয়ে নথিবিহীন ১৪ হাজার ৩৬১ অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)।সংস্থাটির মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন।দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের খবরে বলা হয়েছে, একই সময়ে ১৩৯ জন নিয়োগকর্তাকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে নথিবিহীন অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অপরাধ রয়েছে। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “এ অভিযান কেবল অবৈধ অভিবাসীদের লক্ষ্যে করা হচ্ছে না, নিয়োগকর্তাদেরও করা হচ্ছে। কিছু নিয়োগকর্তা আছেন যারা বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া এড়াতে চান, তারা লেভি দিতে চান না। এটি ভুল, কারণ দেশে আইন রয়েছে যা অবশ্যই অনুসরণ করা উচিত।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct