সারিউল ইসলাম, ভগবানগোলা, আপনজন: ভগবানগোলা থেকে বহরমপুর এবং বহরমপুর থেকে রানিতলা হয়ে ভগবানগোলা রুটে নতুন একটি সরকারি বাস পরিষেবা চালু করা হলো। বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই বাস পরিষেবা চালু করা হয়। কম খরচে ভগবানগোলা থেকে জেলার সদর শহর যাতায়তের জন্য প্রায় ২০ বছরের অধিক সময় ধরে সরকারি বাসের দাবি জানিয়ে আসছিলো ভগবানগোলার স্থানীয় মানুষজন। অবশেষে সরকারি বাস পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা। উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ডিরেক্টর চাঁদ মোহাম্মদ ও রাজীব হোসেন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদের দিয়েছেন, সেই দায়িত্ব পালনের উদ্দেশ্যে এবং ভগবানগোলা বাসীর দীর্ঘদিনের দাবি মেনে ন্যূনতম ৯ টাকা ভাড়ায় এই সরকারি বাস পরিষেবা শুরু করা হলো। দিনে দুবার করে যাতায়ত করবে এই বাস।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct