সেখ রিয়জুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: মুরারই এলাকার নানাবিধ সমস্যায় জনজীবন বিপর্যস্ত। দীর্ঘদিন ধরেই মানুষ এই সমস্ত সমস্যার প্রতিকারে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা তো পাচ্ছেই না, বিপরীতে সমস্যা ক্রমাগত জটিল আকার ধারণ করেছে। তারই মধ্যে কয়েকটি জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেই মূলত এদিনের স্মারকলিপি প্রদান বলে সংগঠনের বক্তব্য।সেই পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) মুরারই লোকাল কমিটির ডাকে বৃহস্পতিবার মুরারই সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আট দফা দাবি সম্মলিত স্মারকলিপি প্রদান করা হয়। তার আগেই দাবি দাওয় সম্বলিত প্লেকার্ড ও দলীয় পতাকা সহযোগে একটি সুসজ্জিত বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দাবিসমূহের মধ্যে ছিল মুরারই গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা। হাসপাতালে ব্লাড ব্যাংক,অপারেশন থিয়েটার চালু ও বেডের সংখ্যা বৃদ্ধি সহ সমস্ত ধরনের পরিকাঠামোর উন্নয়ন। বিভিন্ন গ্রামের রাস্তা ও ড্রেন সংস্কার করে চলাচল ও নিকাশি ব্যবস্থার উন্নতি করা। বিভিন্ন গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান করা। জনসাধারণের আর্থিক অবস্থা ও মতামতের ভিত্তিতে পঞ্চায়েতের ট্যাক্স নির্ধারণ করা, বর্তমানে যাহা অস্বাভাবিকভাবে ট্যাক্স ধার্য হয়েছে তা প্রত্যাহার করা ইত্যাদির দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচি বলে জানা যায়।এদিন আলোচনার মাধ্যমে মুরারই বিডিও চাতরা হসপিটাল , ড্রেন ও রাস্তা সংস্কার, পানীয় জল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন বলে সংগঠনের দাবি। পাশাপাশি চাতরা হাসপাতালে বেড দখল করে পুলিশ ক্যাম্প থাকার প্রশ্নে আজকেই উক্ত হাসপাতাল পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাসও দিয়েছেন। এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির পক্ষে গোলাম মুজতবা ও বাঞ্ছারাম মাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct