আপনজন ডেস্ক: গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত ও ৭৬০ জন আহত হয়েছেন।আল জাজিরার হানি মাহমুদ রিপোর্ট করেছেন, গুরুতর আহতদের অনেকেই উত্তর গাজার অপ্রতুল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন।এদিকে বিশ্লেষক মারওয়ান বিসারা বলেছেন, গাজা সিটির কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকদের ওপর হামলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস। এই হামলার লক্ষ্য হামাসসহ সামরিক নেতাদের সমঝোতায় বাধ্য করা। এছাড়া রাজনৈতিক প্রয়োজনে ইসরায়েল যুদ্ধাপরাধকে পুঁজি করছে।তিনি বলেন, এটি গণহত্যার উন্মোচন যা লাইভ টেলিভিশনে দেখা যাচ্ছে। এই যুদ্ধ জাতিগত নিধনের অভিযানে পরিণত হয়েছে। প্রথমে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশুদের ওপর হামলার ঘটনা গুনে দেখেছি। এখন আমরা নিহতের সংখ্যা ৩০ হাজারে পৌঁছেছি এবং এই হামলা অব্যাহত রয়েছে। আমরা গণহত্যা নিয়ে কথা বলি কারণ স্পষ্টতই সেখানে একটি অস্তিত্ববাদী যুদ্ধ চলছে, এটি গাজার জনগণের বিরুদ্ধে একটি ইসরায়েলি যুদ্ধ যা একটি জিরো-সাম গেম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct