আপনজন ডেস্ক: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলায় প্রধান অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা শাহজাহান শেখকে ৫৫ দিন পলাতক থাকার পর বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের উপকণ্ঠে সন্দেশখালি দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুরের একটি বাড়ি থেকে শেখকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, শেখ কয়েকজন সহযোগীর সঙ্গে বাড়িতে লুকিয়ে ছিল। গ্রেফতারের পর তাকে বসিরহাট আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।ব্যাপক রাজনৈতিক অগ্নিকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকা শেখ সকাল ১০.৪০ নাগাদ লক-আপ থেকে বেরিয়ে আসেন এবং তার পিছনে পুলিশ সদস্যদের নিয়ে আদালত কক্ষে যান। সেখানে অপেক্ষমাণ সংবাদমাধ্যম দলের দিকে হাত দিয়ে ইশারাও করেন তিনি।মাত্র দুই মিনিট চলা শুনানি শেষে তিনি আবার লক-আপে ফিরে যান। পরে সিআইডি তদন্তভার গ্রহণ করায় তাকে কলকাতায় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে।
কলকাতা হাইকোর্টের বক্তব্যের পর ২৪ ঘণ্টার মধ্যে শেখকে হেফাজতে নেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বা পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে।সন্দেশখালিতে শেখের গ্রেফতারের খবর এলাকায় পৌঁছানোর সাথে সাথে স্থানীয়রা মিষ্টি বিতরণ করে উদযাপন শুরু করে।রাজ্যপাল সিভি আনন্দ বসু, যিনি সোমবার রাতে শেখকে গ্রেফতারের জন্য রাজ্য সরকারকে ৭২ ঘণ্টার ‘সময়সীমা’ দিয়েছিলেন, তিনি বলেন, ‘সুড়ঙ্গের শেষে সর্বদা আলো থাকে। আমি এটাকে স্বাগত জানাই। এটা একটা শেষের শুরু। বাংলায় হিংসার চক্র বন্ধ করতে হবে। বাংলার একাংশে গুন্ডারা রাজত্ব করছে। এর অবসান ঘটাতে হবে এবং গ্যাংস্টারদের জেলে ঢোকাতে হবে।’পুলিশ জানিয়েছে, রেশন কেলেঙ্কারির মামলায় ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দায়ের করা দুটি মামলায় শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গায় দোষী), ১৪৮ (মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করার জন্য দোষী), ১৪৯ (বেআইনি জমায়েত), ৩০৭ (হত্যার চেষ্টা), ৩৩৩ (যে ব্যক্তি স্বেচ্ছায় সরকারী কর্মচারী হয়ে কাউকে গুরুতর আঘাত করে) এবং ৩৯২ (ডাকাতি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।তৃণমূল কংগ্রেস বলেছে যে আদালত ছাড়পত্র দেওয়ায় এই গ্রেফতার সম্ভব হয়েছে,। তৃণমূল কংগ্রেস শাহজাহান শেখ কে ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করেছে।অন্যদিকে বিরোধী বিজেপি, সিপিএম (এম) এবং কংগ্রেস এটিকে “স্ক্রিপ্টেড” বলে অভিহিত করেছে। আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আদালত স্পষ্ট করে দেওয়ার পরে যে তাঁর গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই, পশ্চিমবঙ্গ পুলিশ তার কাজ করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শাহজাহানের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সাহায্যে তার সন্ধান পাওয়া গেছে। শাহজাহান সময়ে সময়ে তার অবস্থান পরিবর্তন করছিল। তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সাহায্যে তাকে চিহ্নিত করা হয়।এদিকে সন্দেশখালির বিভিন্ন অংশে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে। ৪৯টি অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct