আপনজন ডেস্ক: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষার শেষ দিন ছিল বৃহস্পতিবার। পরীক্ষা শেষ হতে না-হতেই ঘোষণা ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি।ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ঘোষণা মতো ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চ মাসের ৩ তারিখ। আর শেষ হবে ১৮ মার্চ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের সয়ময়সূচি ঘোষণা করেন। পাশাপাশি উচ্চমাধ্যমিকের নতুন পাঠক্রম নিয়ে এখন ভাবনাচিন্তা চলছে বলে জানান। তবে, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে ইতিমধ্যে সংখ্যালঘু শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের সব কটি পরীক্ষা পড়েছে রমযান মাসের মধ্যে। উল্লেখ্য, মুসলিমদের কাছে রমযান মাস পবিত্র মাস। এই মাসে সেহরি খেয়ে (ভোরের সময়) উপবাস শুরু করে সন্ধ্যায় ইফতার বা উপবাস ভাঙা হয়। বহু উচ্চমাধ্যমিক মুসলিম পড়ুয়া রোজা রাখেন। রোজার সময় অর্থাৎ রমযান মাসে উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি নির্ধারিত করায় ক্ষোভ ধূমায়িত হচ্ছে। দাবি উঠতে শুরু করেছে, রমযান মাস ব্যতিরেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক। মুসলিম মহল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রমযান মাস শুরু হওয়ার কথা। আর শেষ হওয়ার কথা ৩০ মার্চ। যদিও চাঁদ ওঠার উপর নির্ভর করে। সে ক্ষেত্রে একদিন পিছিয়ে যেতে পারে রমযান মাস। কিন্তু উচ্চমাধ্যমিকের শুরু যেখানে ৩ মার্চ, আর শেষ ১৮ মার্চ, তাই উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা যে রমযান মাসেই পড়ছে তা নিশ্চিত। যদিও এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিংবা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কোনও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এ বছরের উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় মোট ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করেছে সংসদ। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজাররের কিছু বেশি। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৮২৭। সদ্য মা হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন ৬জন। এছাড়া ৪ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন মারা গিয়েছে । যাদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের, একজন আলিপুরদুয়ারের ও আরেকজন পূর্ব বর্ধমান জেলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct