আসিফা লস্কর, মন্দিরবাজার, আপনজন: রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মন্দিরবাজার থানার অন্তর্গত খেলারামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মন্দির বাজারের খেলারামপুর। এলাকায় রাতভোর রাজনৈতিক সংঘর্ষের জেরে চলে বোমা গুলি। সেই গন্ডগোল চলে বুধবার সকাল পর্যন্ত। বুধবার এই রাজনৈতিক গন্ডগোলের জেরে গুলিবিদ্ধ হয় সাইরাজ মোল্লা (২৪) নামে এক যুবক। ওই যুবকের বুকে গুলি লাগে বলে জানা গিয়েছে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে নিয়ে আসা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত ওই যুবকের পরিবারের দাবি গত পঞ্চায়েত নির্বাচন থেকে ওই এলাকায় দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ভোট বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীরা। আহত যুবক নির্দল সমর্থক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মন্দিরবাজারের রাজনীতি। যদিও এই ঘটনা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় মন্দির বাজার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেছে যে পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় অশান্ত করার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই গোষ্ঠী কোন্দল চলছে। আজকের এই গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও তৃণমূল ের পাল্টা অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গন্ডগোল করেছে। যদিও এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মন্দির বাজার থানার পুলিশ। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত মন্দির বাজারের খেলারামপুর এলাকা। কি কারনে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct