আপনজন ডেস্ক: পশ্চিমা বিশ্ব রাশিয়া ও চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এই নির্ভরশীলতার মাধ্যমে নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে বলেও মনে করেন তিনি। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইউরোপের এই দেশের প্রধানমন্ত্রীর দাবি, রাশিয়া ও চীনের ওপর পশ্চিমাদের নির্ভর করা উচিত নয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়া এবং চীনের মতো দেশের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে নিরাপত্তার সঙ্গে আপস করেছে।ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, আমরা খুব সাদাসিধা কাজ করেছি এবং বিশ্বের পশ্চিম অংশে আমরা ধনী হওয়ার দিকে খুব বেশি মনোযোগ দিয়েছি। এতে করে আমরা এমন দেশগুলোর ওপর নির্ভরশীলতা তৈরি করেছি যাদের ওপর আমাদের নির্ভর করা উচিত নয়। যেমন রাশিয়া থেকে গ্যাস এবং চীন থেকে নতুন প্রযুক্তি নিয়েছে পশ্চিমারা।ফ্রেডরিকসেন বলেন, এই সময়টাতে পশ্চিমা সরকারগুলোকে নিরাপত্তার বিষয়ে জনগণের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ সাধারণভাবে আমরা গত ৩০ বছরে আমাদের স্বাধীনতার মূল্য দিতে পারিনি। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার আগামী বছরগুলোতে কোনও একটি ন্যাটো দেশকে আক্রমণ বা চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে যদি ঐক্যবদ্ধভাবে ন্যাটোর অধীনে যথাযথ প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা না নেয়া হয়।তার কথায় তারা এখন রাশিয়ায় একটি যুদ্ধ অর্থনীতি গড়ে তুলছে এবং কয়েক বছরের মধ্যে তারা একটি ন্যাটো দেশকে আক্রমণ করতে বা চ্যালেঞ্জ করতে সক্ষম হবে যদি আমরা প্রতিরোধ ও প্রতিরক্ষা করতে না পারি এবং যদি আমরা ন্যাটোতে ঐক্যবদ্ধ না হই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct