আপনজন ডেস্ক: সৌদি আরব ১৭ হাজার বর্গ কিলোমিটারজুড়ে বিস্তৃত বিশাল এক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে।সৌদির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান রোববার জানান, উপকূলীয় অঞ্চল আরামকোর জুফুরাহ ফিল্ড ক্ষেত্রে অতিরিক্ত ১৫ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস এবং ২ বিলিয়ন ব্যারেল কনডেনসেট পাওয়া গেছে।তিনি জানান, নতুন আবিষ্কারের ফলে জুফুরাহ ক্ষেত্রে গ্যাসের মজুত ২২৯ ট্রিলিয়ন কিউবিক ফুট এবং ৭৫ বিলিয়ন ব্যারেল কনডেনসেট নিশ্চিত হয়েছে। জুফুরাহ ‘আনকনভেনশনাল’ ক্ষেত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদশের ঘাওয়ার তেলক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।জুফুরাহর প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ২০৩০ সাল নাগাদ শেল গ্যাসের দিনে উৎপাদন ২ বিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট বাড়াবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এই উৎপাদন হতে পারে দিনে ২০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট। এছাড়া দিনে ৪১৮ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট ইথেন এবং ৬৩০,০০০ ব্যারেল গ্যাস লিকুইড এবং কনডেনসেট পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct